ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর তেজগাঁওয়ের কানিজ গার্মেন্টসের কর্মীরা আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাখালী বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় মূল সড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলেও তারা এখনো মূল সড়কের পাশেই অবস্থান করছে।
গত তিন দিন ধরে ওই গার্মেন্টসে শ্রমিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ৮০ জন কর্মীকে হঠাৎ করেই ছাঁটাই করা হয়েছে বলে তারা এই প্রতিবাদ করছে।
সাইফুল ইসলাম নামে ওই এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গার্মেন্টস শ্রমিকদের সরিয়ে দেয়। পরে তারা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে অবস্থান নিয়েছিল। এ ঘটনায় সকাল থেকেই বিপাকে পড়েন ওই এলাকার অফিসগামী মানুষেরা। হঠাৎ সড়ক অবরোধের ফলে তেজগাঁও সড়ক, বনানী, কাকলী ও মগবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে। তবে অল্প কিছু শ্রমিক এখনো ওই গার্মেন্টের সামনের সড়কে অবস্থান করছেন।’