আবারও নতুন ছবিতে জুটি শাহিদ-আলিয়া

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

আবারও নতুন ছবিতে জুটি শাহিদ-আলিয়া

ডায়ালসিলেট ডেস্ক::    কার্ণ জোহরের নতুন ছবিতে এবার নাকি জুটি হয়ে থাকছেন শাহিদ-আলিয়া। শানদারের পর ফের এক বার বড় পর্দায় দেখা যাবে তাদের। তবে ছবিতে কার্ণকে পরিচালক নয় দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। পরিচালক নাকি একেবারে নতুন।

জানা গেছে, শাহিদ ছবিটির জন্য ইতিমধ্যে হ্যাঁ বলে দিয়েছেন। এবার আলিয়ার দিক থেকে সম্মতি মিললেই শুরু হবে শুটিং।

তবে শোনা যাচ্ছে, কার্ণ জোহর প্রযোজনায় ছবির বিষয়বস্তু হতে চলেছে দেশাত্মবোধক।

২০১৫-তে ‘শানদার’ছবিতে প্রথম দেখা গিয়েছিল শাহিদ-আলিয়ার জুটি। তবে বিকাশ বহেল পরিচালিত ওই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। শুধু তাই নয়, ২০১৫-এর সবচেয়ে ফ্লপ ছবির আখ্যাও দেওয়া হয়েছিল ছবিটিকে।

0Shares