বিয়ে করতে যাচ্ছেন আনুশকা তবে প্রভাস নয়,এক ভারতীয় ক্রিকেটারকে

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

বিয়ে করতে যাচ্ছেন আনুশকা তবে প্রভাস নয়,এক ভারতীয় ক্রিকেটারকে

ডায়ালসিলেট ডেস্ক::     বলিউড সরগরম ছিল প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের মুচমুচে গুঞ্জন নিয়ে। তবে সম্প্রতি জানা গেছে, সে কেমিস্ট্রি ফাটল দিয়েছে। এখন নাকি এক ভারতীয় ক্রিকেটারে মন মজেছে বাহুবলীর দেবসেনা ওরফে আনুশকা শেট্টির।

সবার মনে একটাই প্রশ্ন উঠছে কে সেই ক্রিকেটার? কী ভাবে আনুশকা মিডিয়ার চোখকে ফাঁকি দিয়ে তাঁকে লুকিয়ে রাখছেন? তাকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি একেবারে চুপ। কথায় বলে নীরবতা সম্মতির লক্ষ্মণ।

শোনা যাচ্ছে, আনুশকা দক্ষিণী অভিনেত্রী কিন্তু প্রেমিক নাকি আদপে উত্তর ভারতীয়। আবারও মিলতে চলেছে বাইশ গজ আর গ্ল্যামার জগৎ? ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই!

শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পটৌডী, বিরাট-আনুশকা, জাহির-সাগরিকা এবং হালফিলে হার্দিক-নাতাশার পর কি আরও এক বার ক্রিকেট-বলিউড জুটি পেতে চলেছেন নেটিজিনরা?

0Shares