প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:: বলিউড সুপারস্টার আমির খান ভালোবাসা দিবসে টুইটারে এক ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হ্যাপি ভ্যালেনটাইনস ডে এবং কারিনাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘যদি প্রতিটি ছবিতে তোমার সঙ্গে প্রেম করতে পারতাম!’ । টুইটারে ‘লাল সিং চাডঢা’ ছবির পোস্টার প্রকাশের মাধ্যমে জানিয়েছেন বড় পর্দায় কারিনার সঙ্গে প্রেমটা ক্যামেরার সামনে খুব স্বতঃস্ফূর্তভাবেই ঘটে যায়।’
নিঃসন্দেহে ২০২০ সালের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত ছবিগুলোর অন্যতম আমির খান ও কারিনা কাপুর অভিনীত এই ছবিটি। হলিউডের অস্কারজয়ী টম হ্যাঙ্কস অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪)-এর অফিশিয়াল রিমেক এই ছবি।
কারিনা বলেন, ‘এই ছবিতে তার আগ্রহী হওয়ার প্রথম কারণ হচ্ছেন আমির খান। তাঁকে জিনিয়াস বললেও কম হবে বলে মনে করেন তিনি। শুধুমাত্র আমিরের সঙ্গে পর্দা ভাগ করার জন্যই তিনি জীবনে প্রথমবারের মতো এই ছবির জন্য অডিশন দিয়েছেন। কারণ, আমির সবসময় পার্ফেক্টটাই চান।’
২০০৯ সালে রাজকুমার হিরানির পরিচালনায় ‘থ্রি ইডিয়টস-এ আমির ও কারিনা জুটি বেঁধেছিলেন। এটি বলিউডের ইতিহাসের সর্বকালের, সর্বশ্রেষ্ঠ ব্যবসাসফল ছবিগুলোর একটি।
চণ্ডীগড়ে এই ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে। ওইদিন আমির খানের মা জিনাত হুসেইন প্রথম ক্ল্যাপস্টিক বাজালেন, বললেন, ‘শট ওয়ান, টেক ওয়ান।’ আমির খানের চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এই প্রথম তাঁর মা কোনো ছবির শুটিং উদ্বোধন করেন।
আমির খান বলেন, ‘ফরেস্ট গাম্প’ তাঁর মায়ের প্রিয় ছবি। তাঁর মায়ের প্রিয় ব্যক্তিত্ব টম হ্যাঙ্কস। এই ছবির জন্য তাঁর মা যে পরিমাণ আগ্রহ আর উচ্ছ্বাস দেখিয়েছেন, তা আমির খানের ক্যারিয়ারে প্রথম। তাই আমির খান সেভাবে প্রস্তুতিও নিয়েছেন। যাতে বড় পর্দায় তাঁকে দেখে মা খুশি হন।
অতুল কুলকার্নির লিখা চিত্রনাট্য এবং অদ্বৈত চন্দন পরিচালনায় ‘লাল সিং চাডঢা’ ছবিটি আগামী ডিসেম্বরে বড়দিনে মুক্তি পাবে ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech