ডায়ালসিলেট ডেস্ক:: আজ (রোববার) সকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের সমাবর্তনসহ ৫ দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সৈয়দ কুতুব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাহুল, শফিক, ফয়েজ, জুনায়েদ হাসান, জুনায়েদ (২), রাফি, রকি দেব।
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি গুলো হল-
১.প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন আয়োজন করতে হবে, ২.কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অধিক আদায় করা যাবে না, ৩.সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু, ৪.গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সঙ্কট দূর করতে হবে, এবং ৫.কলেজগুলোকে শুধুমাত্র সনদপ্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে।
Great content! Super high-quality! Keep it up! 🙂