ডায়ালসিলেট ডেস্ক::   আজ (সোমবার) দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে আপিল বিভাগে সর্বশেষ জামিন আবেদন খারিজ করার পর দুই মাসের মাথায় আবারও জামিন আবেদন করছেন তাঁর আইনজীবীরা। আগামীকাল তা কোর্টে তোলা হবে।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আগামীকাল তারা জামিন আবেদন হাইকোর্টে দাখিল করবেন।’ তাঁর আরেকজন আইনজীবী সগীর হোসেন বলেন, আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে এবং আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী আছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

শুরু থেকেই বিএনপি এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে আসছে। জামিন পাওয়ার যোগ্য হলেও খালেদাকে সরকার জামিন দিচ্ছে না বলে অভিযোগ করছে বিএনপি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। খালেদা জিয়া এই সাজা

বাতিল চেয়ে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন।
গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট ওই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া জরিমানার আদেশ স্থগিত করেন।

খালেদা জিয়ার জামিন আবেদন ১২ ডিসেম্বরের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন। তবে আদালত খালেদা জিয়ার সম্মতিতে তাঁকে উন্নত চিকিৎসা দিতে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশ নেওয়ার সুপারিশ করতে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে আবেদন করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *