ডায়ালসিলেট ডেস্ক:বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রীমঙ্গল ট্রাক-ট্যাংকলরী-পিকআপ-কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ওই সংগঠনের ব্যানারে একটি মিছিল শহরের স্টেশন রোড হয়ে চৌমুহনায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরু মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানহানির অভিযোগ এনে ইলিয়াস কাঞ্চন ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খাঁন এমপির বিরুদ্ধে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসা বশবর্তী হয়ে করা। এটি শ্রমিক ইউনিয়ন মেনে নিবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম (মামলা নং- ০৯/২০২০)।
সাবেক নৌমন্ত্রী শাজাহান খাঁনের সঙ্গে নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বেশ কিছু দিন ধরে বাদানুবাদ চলছিল। ইলিয়াস কাঞ্চনের অভিযোগ , গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খাঁন নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার (ইলিয়াস কাঞ্চন) ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন। তাই তিনি মানহানির মামলা দায়ের করেন।