ডায়ালসিলেট ডেস্ক:প্রবাসী লেখক নাসির উদ্দিন হেলাল’র জীবনের বাকেঁ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৮টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কেমুসাস প্রাঙ্গনের সিলেট লেখিকা সংঘের স্টলে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদিকা মাসুদা সিদ্দিকা রুহীর সঞ্চালনায় জীবনের বাকেঁ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বইয়ের লেখকসহ সিলেট লেখিকা সংঘের আমিনা শহীদ মান্না, জান্নাত আরা পান্না, ইশরাক জাহান জেলি, বিনতা দেবী, লিপি খান, অনীতা রানী দাস, শামীমা আক্তার জিনু। এসময় নাসির উদ্দিন হেলাল বলেন, সিলেটের অন্যতম লেখিকা সংঘ সিলেটের সুনামধন্য লেখিকাদের নিয়ে এটি সংঘঠিত হয়েছে। এখানে রয়েছেন অনেক গুণী ও জাত মানের লেখিকারা। সিলেট লেখিকা সংঘ বঙ্গবন্ধু কে নিবেদিত করে ত্রয়োদশতম কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’র (১৩তম) বই মেলায় ফুলেল শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা জানান লেখক নাসির উদ্দিন হেলালকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *