ডায়ালসিলেট ডেস্ক:: সিলেটের জকিগঞ্জ সীমান্তের ছবড়িয়া এলাকার কুশিয়ারা নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরার প্রায় আড়াই ঘন্টা পর ফেরত দিয়েছে(বিএসএফ)।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে নৌকাসহ নদী থেকে মাছ ধরা অবস্থায় ধরে নিয়ে যায়। পরে বিজিবির তৎপরতায় বেলা ৩টার দিকে ছেড়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এই দুই জেলে জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসাইন আহমদ (৩২) ও একই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ-ভারতের মাঝামাঝি কুশিয়ারা নদীতে দু দেশের জেলেরা নৌকা দিয়ে মাছ শিকার করে। রবিবার ছবড়িয়া গ্রামের দুজন জেলে মাছ ধরছিলো। হঠাৎ বিএসএফএর একটি দল এসে তাঁদের নৌকাসহ ধরে নিয়ে যায়।
পরে এলাকাবাসী বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে বিজিবির তৎপরতায় প্রায় আড়াই ঘন্টা পর বিএসএফ তাদেরকে ছেড়ে দেয়।