ডায়ালসিলেট ডেস্ক:: মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ দুই দিন ব্যাপী সুনামগঞ্জের শাল্লায় হাওর উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিষয়টি নিশ্চিত করেছেন হাওর উৎসবের সদস্যসচিব ডা. আবুল কালাম চৌধুরী।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় এ উপলক্ষে উপজেলার গ্রাম শাল্লায় নির্ধারিত হাওর উৎসবের ভ্যানু পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। এসময় তিনি উপজেলা সদর সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন। উৎসবের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এলাকার লোকজনের সাথে কথা বলেন।
এছাড়াও ভ্যানু পরিদর্শন সময় তার সাথে ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান,শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে শাল্লা সমিতি ঢাকা’র প্রস্তাবিত হাওর উৎসব উদযাপন বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি, রেবেকা মোমিন এমপি, ড. জয়া সেনগুপ্তা এমপি, মো: আব্দুল মজিদ খান এমপি, এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, মো. মজিবুল হক এমপি, এডভোকেট মো. আবু জাহির এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, গাজী মো. শাহনওয়াজ এমপি, বদরদ্দোজা মো: ফরহাদ হোসেন (সংগ্রাম) এমপি, মো: আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, অধ্যক্ষ মো: আব্দুল হক, শাল্লা সমিতি ঢাকা.র উপদেষ্টা ডা: আবুল কালাম চৌধুরী, শাল্লা সমিতি ঢাকা’র সভাপতি রুবেল শঙ্কর বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন।