ডায়ালসিলেট ::  করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবক সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনা সন্দেহে ভর্তি যুবক সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে জাকারিয়া (৩২)। গত ২৯ ফেব্রুয়ারি তিনি দুবাই থেকে দেশে এসেছেন।

বুধবার রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনা ভাইরাসের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৫নং কেবিনে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে যুবকটি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।পরে সিলেট ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসকরা তখন তার কাছ থেকে সমস্যাগুলো শুনেন যেগুলো করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সবগুলো লক্ষণের সাথে মিল রয়েছে।পরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৫নং কেবিনে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *