ডায়ালসিলেট ডেস্ক:মুজিব জন্মশতবার্ষিকী ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানমালায় যোগ দিতে সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার (৭ মার্চ) সকালে একটি ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি। ফেসবুকে ছড়ানো এমন খবর ভূয়া। এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *