এইমাত্র পাওয়া খবর : আরও একজনের মৃত্যু হয়েছে

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

এইমাত্র পাওয়া খবর :  আরও একজনের মৃত্যু হয়েছে

ডায়াল সিলেট ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে দুজন মারা গেলেন। আর নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনে মৃত্যুর খবর জানানো হয়।

মন্ত্রী জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টিন হচ্ছে। তিনি জানান, চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে। নতুন ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।

মন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ