নতুন আরো ২জন পজেটিভ, সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী সনাক্ত ২০জন

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

নতুন আরো ২জন পজেটিভ, সিলেট বিভাগে  করোনা আক্রান্ত রোগী সনাক্ত ২০জন

সিলেটে আজ মঙ্গলবার (২১ এপ্রিল২০২০ইং) মোট ৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা এই ৭৩ জনের মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ এবং বাকি ৭১ জনের রিপোর্ট নেগেটিভ আসে। তারা সিলেটের শহরের বাইরে। বিষয়টি ডায়ালসিলেটকে নিশ্চিত করেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তবে তাদের নাম ও ঠিকানা কৌশলগত কারণে জানানো সম্ভব হচ্ছেনা।

এর আগে গতকাল ২০ এপ্রিল নতুন করে হবিগঞ্জে করোনা রোগী শনাক্ত হন আরো ১০ জন । আজ মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। তবে তাদের ২ জন আক্রান্তের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এনিয়ে সিলেট বিভাগে মোট  ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এদের মধ্যে সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন ও হবিগঞ্জেরই ১১ জন । এছাড়া আজ মঙ্গলবার নতুন করে আরো ২জন পজেটিভ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ