সিলেটে এবার করোনা পজেটিভ একশো তে দাড়ালো

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

সিলেটে এবার করোনা পজেটিভ একশো তে দাড়ালো

সিলেটে এবার নতুন করে করোনা আক্রান্তে সংখ্যা ১০০দাড়ালো। সোমবার  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় এবারে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৩  জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লালা রায় ।

এদিকে ১৩ জন রোগীর করোনা পজেটিভ শনাক্তের মধ্যে সিলেটে ২ ,সুনামগঞ্জ ১১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০০জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জ ২৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ১১জন।

সিলেটে যে ২জন করোনায় আক্রান্ত হয়েছেন তারা হলেন চিকিৎসক দম্পতি জানা যায়, আক্রান্ত হওয়া দম্পতির স্বামী ঢাকায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন এবং স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সম্প্রতি সময়ে স্বামী ঢাকা থেকে সিলেট ফেরার পর সোমবার তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে।

সর্বশেষ শনিবার (২৫ এপ্রিল) শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হয়ে দাড়ালো ৩ জন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ