প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
জাতীয় ডেস্ক :: নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)-এর মোট ১৭জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
বুধবার র্যাব-১১ ব্যাটালিয়ানের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এতে আরো জানা যায়, করোনা আক্রান্তে একজন উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, দুইজন সহকারী পরিচালক, সৈনিকসহ ৩৯ জন আইসোলেশনে রয়েছেন। তবে তাদের মধ্যে ১৭ জন করোনা পজেটিভ হলেও অন্যদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এদিকে আক্রান্তদের মধ্যে করোনার কোন উপসর্গ ছিল না। মূলত র্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেছে। ফলে র্যাবের কেউ যদি আক্রান্ত হয় তার থেকে যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত র্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছেন। তার মধ্যে ১৭ জন কোভিড-১৯ পজেটিভ আর অন্যদের নেগেটিভ এসেছে। বাকি ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই র্যাব-১১ এর সদস্যরা করোনাভাইরাসের সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মানুষকে সচেতন করা, কর্মহীন ও অনহারে থাকা মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech