দেশে করোনায় মৃত ২জনসহ মোট ১৭০জন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মে ১, ২০২০

দেশে করোনায় মৃত ২জনসহ মোট ১৭০জন

দেশের করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭১ জন এবং মারা গেছেন ২জন।

এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৭০ জন। এতে ১৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ১৭৪জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বর্তমানে সারাদেশে ৩১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে এতে ৫,৫৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৭১ জনের পজেটিভ ধরা পড়ে  এবং মোট প্রানহানী ২ জন। এ করোনা ভাইরাসটি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।

এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে তবও যেন জনগনের মধ্যে থামছে না জনসমাগম। সকলেই মিলে নিজ নিজ বাসায় অবস্থান থেকে নিরাপদে থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখি একইসাথে গরমপানি বা তার সাথে লবনদিয়ে পানি গরগরা বা গরম চা পান করুন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ