প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ২, ২০২০
দেশের করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন এবং মারা গেছেন ৫জন। এতে মারা যাওয়া ব্যক্তির মধ্যে ৩জন পুরুষ ২জন নারী, তারা সবাই ঢাকার।
এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৭৫ জন। এতে ৩ জনসহ সুস্থ হয়েছেন মোট ১৭৭জন।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বর্তমানে সারাদেশে ৩১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে এতে ৫,৮২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৫২ জনের পজেটিভ ধরা পড়ে এবং মোট প্রানহানী ৫ জন। দিন দিন করোনা ভাইরাস দেশের বিভিন্ন জেলায় বাড়ছে তবুও যেন জনগনের মধ্যে থামছে না জনসমাগম।
এদিকে সিলেটে নতুন করে আরো ১৬জন করোনা পজেটিভ ধরা পড়েছে। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন ২২৪জন।
সকলেই নিজ নিজ বাসায় অবস্থান থেকে নিরাপদে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন একইসাথে গরমপানি বা তার সাথে লবনদিয়ে পানি গরগরা বা গরম চা পান করুন। আপনি বাচঁলে বাচবে দেশ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech