নিজস্ব প্রতিবেদক :: আবারো সিলেটে নতুন করে ২জন চিকিৎসক ও ১জন টেকনোলজিষ্টসহ করোনা পজেটিভ ধরা পড়েছে আরো ৯জন । আজ রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।
এর মধ্যে ২জন চিকিৎসক ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বাকি ৪জন নগরীর সুবিদবাজার পয়েন্টে অবস্থিত টাওয়ারের একটি ফ্লাটে হোম কোয়ািরেন্টিনে রয়েছেন।
এনিয়ে সিলেটে ৬ জনের মধ্যে ২জন চিকিৎসকও রয়েছেন ও সুনামগঞ্জ ২জন এবং মৌলভীবাজার ১ জন টেকনোলজিষ্ট আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩৭জন।
এর আগে গতকাল সিলেট ওসমানি মেডিকেল ল্যাব থেকে মোট ৪ জনের মধ্যে মৌলভীবাজার ২ জন ও হবিগঞ্জ জেলার ২ জন পজেটিভ ধরা পড়ে।

