নতুন করে সিলেটে সনাক্ত ৩, ২য় দফায় করোনা পজেটিভ ধরা পড়া ১৬ চিকিৎসক নেগেটিভ

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০

নতুন করে সিলেটে সনাক্ত ৩, ২য় দফায় করোনা পজেটিভ ধরা পড়া ১৬ চিকিৎসক নেগেটিভ

সিলেটে আরো ৩জন করোনা প‌জে‌টিভ ধরা পড়েছে। এ‌নি‌য়ে সিলেটে বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬৬জন।

আজ শুক্রবার (০৮ মে ২০২০ইং) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষায় ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৮২জনের নেগেটিভ আসে । বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।

সিলেটের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভর্তি  থাকা ১ রোগী, কানাইঘাটের ১জন এবং জকিগঞ্জের ১জন করোনা পজেটিভ ধরা পড়ে। এনিয়ে সিলেট বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬৬জন।

এদিকে গত ২৫শে এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেকেলের ১৬জন চিকিৎকের পজেটিভ ধরা পড়ে।এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকার একটি ল্যাবে তা পরীক্ষা করা হয়। এনিয়ে সিলেটের অনেকের মধ্যে আতংঙ্ক দেখা দেয়।

পড়ে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দ্বিতীয় দফায় ঐ ১৬জন চিকিৎসকের ল্যাবে নমুনা টেস্ট  পরীক্ষা করা হলে তাদের সকলের নেগেটিভ আসে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ