২৪ ঘণ্টায় দেশের করোনাভাইরাসে আবারো নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬২ জন এবং মারা যান ১৯জন । এ নিয়ে দেশে মোট মারা গেছেন ২৬৯জন এবং করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। নতুন সুস্থ হয়েছেন ২১৪জনসহ মোট সুস্থ হয়েছেন ৩হাজার ৩৬১ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সারাদেশে ৩৮টি ল্যাব পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭,৯০০ টি নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্ত হয় ১১৬২জন এনিয়ে মোট শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জনেএবং মোট মারা গেছেন ২৬৯ জন।
এদিকে রাজধানীতে মোট ৮টি বুথ চলতি মাসেই চালু করবে বলে জানান ঢাকা উত্তরসিটি কর্পোরেশন মেয়র।