সিলেটে ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব না থাকায় এবং সরকারের নির্দেশনা না মানার কারণে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে সিলেট বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যার মধ্যে স্বাস্থকর্মী, পুলিশ সদস্যরাও রোগীদের সংস্পর্শে ও আক্রান্ত হচ্ছেন ।

এবার সিলেটে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরো ১৮ জন।  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৬ই মে ২০২০ইং) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৮ জনের শরীরে পজেটিভ ধরা পড়েছে। বাকি ৭৬টি নেগেটিভ আসে।

একটি সুত্রে জানা যায়, করোনা পজেটিভ ১৮ জনই সিলেট জেলার। এর মধ্যে ২জন নার্স ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের ২জনের মধ্যে ১জন পুলিশ সদস্য এবং গোলাপগঞ্জের টিকরবাড়ি এলাকার মোট ১৪জন পজেটিভ সনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ ৬জন  ও মহিলা  ১২ জন রয়েছেন।

এনিয়ে সিলেটে জেলায় মোট আক্রান্তে সংখ্যা ১৩৪জন এবং সিলেটবিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৭ জন দাড়িয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *