সমগ্র দেশসহ সিলেটে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে বিয়ানীবাজারে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে পরিচালক মোঃ জামিল ইকবালের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২০) বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের আকাখাজনা (বড়বাড়ি) পরিচালক জনাব মোঃ জামিল ইকবাল’র নিজ বাড়িতে স্থানীয়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন, কুরার বাজার ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, পানি উন্নয়ন বোর্ডের বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান, দিপু চক্রবর্তী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ প্রমুখ।
এসময় অনুষ্ঠান পরিচালনা করেন এনআরবি ব্যাংকের সহকারি কর্মকর্তা মাহবুব হোসেন চৌধুরী। পরে স্থানীয় এলাকায়
১ হাজার পরিবারদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।