Coronavirus outbreak. Pathogen affecting the respiratory tract. COVID-19 infection. Concept of a pandemic, viral infection. Coronavirus inside a human. Viral infection causing chronic disease. 3D illustration

দেশের করোনাভাইরাসে আক্রান্তে  ১৬ জনে।  নতুন করে শনাক্ত হয়েছেন ১৬১৭ ও নতুন সুস্থ হয়েছেন ২১৪জন।

এ নিয়ে দেশে করোনা আক্রান্তে মোট মারা গেছেন ৩৮৬ জন ও শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন  এবং সুস্থ হয়েছেন ৫হাজার ২০৭জন। নতুন করে যারা মৃত্যুবরন করেছেন তাদের মধ্যে পুরুষ ১৩জন এবং নারী ৩জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সারাদেশে মোট ল্যাব ৪৩টি এ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০,২০৭ টি নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্ত হয় ১৬১৭ জন এনিয়ে মোট শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জনে এবং মোট মারা গেছেন ৩৮৬ জন।

 

এদিকে, সিলেট বিভাগজুড়ে করোনা আক্রন্তের বেড়েছে ৪২১ জন । তার মধ্যে ৪টি জেলায় সনাক্ত হয়েছেন সিলেটে ১৫৪ জন,সুনামগঞ্জ ৭৫ জন, মৌলভীবাজার ৬১ জন, হবিগঞ্জ ১৩১ জন। এতে করোনা আক্রান্তে মারা যান ৭জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *