প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ২১, ২০২০
দেশের করোনাভাইরাসে আক্রান্তে ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৭৩ ও নতুন সুস্থ হয়েছেন ৩৯৫জন।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তে মোট মারা গেছেন ৪০৮ জন ও শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন এবং সুস্থ হয়েছেন ৫হাজার ৬০২জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সারাদেশে মোট ল্যাব ৪৩টি এ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০,২৬২ টি নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্ত হয় ১৭৭৩ জন এনিয়ে মোট শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জনে এবং মোট মারা গেছেন ৪০৮ জন।
এদিকে সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৮৯৯জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জ জেলায় ৮২ জন, হবিগঞ্জ জেলায় ১৩১ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৬১ জন। মৃতের সংখ্যা দাড়ালো ১১ জন। এর মধ্যে সিলেটে ৮জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech