সিলেটে ২৪ ঘন্টায় ১২জন করোনায় সনাক্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১১জন।
আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল করেজ ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ১২ জনের পজেটিভ সনাক্ত হয়। বাকি ১৬৬ জনের নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেন ওসমানি মেডিকেলের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
একটি সূত্রে জানা যায়, এর মধ্যে সকলেই সিলেট জেলার এদের মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৫ জন। তাদের মধ্যে ৮জন রোগী সিলেট নগরীর বাসিন্দা বলে জানা যায়। ওসমানী মেডিকেলের ইন্টার্নী চিকিৎসক (দক্ষিণ কাজলশাহ নবাবরোড এলাকার) ১ জন, সিনিয়র ষ্টাফ নার্স (কাজলশাহ) ও ব্রাদার ২জন, ক্লিনার ১জন, ঘাসিটুলায় ২জন, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ২জন। লালদিঘীরপাড় ১,দক্ষিণ সুরমা ১জন।
বাকিরা হলেন ফেঞ্চুগঞ্জের ৩জন,ওসমানি নগর তাজপুরের ১জন রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১১জন। সিলেটে সংখ্যা দাড়ালো ২৩৭জন এবং গেছেন ৮ জন।