সিলেটে ২৪ ঘন্টায় করোনায় সনাক্ত হয়েছেন ২২জন । এনিয়ে সিলেট বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮১জন।
আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল করেজ ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২২ জনের পজেটিভ সনাক্ত হয়। বাকি ১৬২ জনের নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেন ওসমানি মেডিকেলের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
এর মধ্যে সকলেই সিলেট জেলার এদরে মধ্যে মহিলা ২জন এবং পুরুষ ২০জন। এর মধ্যে পুলিশ সদস্য বেশী আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
একটি সূত্রে জানা যায়, বালাগঞ্জের তাজপুরে ২জন, কানাইঘাটের লক্ষিপুর ২জন, গোলাপগঞ্জের টিকরবাড়ি ১ জন,ফেঞ্চুগঞ্জের সাসিকপুর ১জন, এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে ডেন্টাল চিকিৎসক ১জন রয়েছেন।
শহীদ শামসুদ্দিনের ১৪ জন তার মধ্যে মৌলভীবাজারের জুড়ির ১জন, মিরের ময়দান ১জন, ফিরোজপুরের ৩জন, রায়নগরের ২জন, চিকিৎসক ২ জন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ১জন, সিলেট পুলিশ সদস্য ৬ জন পজেটিভ সানাক্ত হয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮১জন। সিলেটে সংখ্যা দাড়ালো ১০৬জন ,মৌলভীবাজার ৬২জন।
এর আগে গতকাল পর্যন্ত সিলেট বিভাগে পজেটিভ আক্রান্তে রোগীর সংখ্যা ছিল ৪৫৯জন সিলেট বিভাগজুড়ে সনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলায় ১৮৫ জন, সুনামগঞ্জে ৮২ জন, হবিগঞ্জে ১৩১ জন ও মৌলভীবাজারে ৬১ জন। মৃত সিলেটে ৫জন হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।
এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৫৫ জন ও মৌলভীবাজারে ৭ জন ।
এ তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূ্ত্রে জানা গেছে।