সিলেটে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ২৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৬২ জন।

রবিবার ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ৩৫২টি নমুনা রিসিভ করা হয়েছে এর মধ্যে ১২৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১০৩ জনের নেগেটিভ আসে।

একটি সূত্রে জানা যায়, ২৭ জনের ২৬জন  সিলেট জেলার ১জন মৌলভীবাজারের। তাদের মধ্যে ৫ জন মহিলা ২২ জন পুরুষ রয়েছেন। তারা হলেন গোলাপগঞ্জ ১১ জন,সিলেট নগরীতে ১৫জন মৌলভীবাজারে ১জন আক্রান্ত হয়েছেন। তবে ২জনের ২য় দফায় পজেটিভ আসে বলে জানা যায়।

এদিকে সিলেট নগরীতে  সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ আরো ২জন চিকিৎসক ও পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা।

এদিকে সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬৬২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১৬ জন, সুনামগঞ্জ জেলায় ৮৯ জন, হবিগঞ্জ জেলায় ১৫৬ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৮৫ জন। সুস্থ হয়েছেন ১৫৯জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১৩ জন। এর মধ্যে  সিলেটে ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *