প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
সিলেটবিভাগে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪১ জন । এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৯৭জন।
বিষয়টি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে গতকাল সোমবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৬৯জনের নেগেটিভ আসে।
এদিকে গতকাল শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে পরীক্ষা করে আরও ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এতে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে ৬জন শনাক্ত হয়েছে।
এদিকে ঢাকার ল্যাব থেকে ১৪ জনের করোনা সনাক্ত হয়।এনিয়ে একদিনে ৪১ জনের মধ্যে সিলেটে ১৯,সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৮জন।
এ নিয়ে সিলেটবিভাগে সর্বমােট আক্রান্তের সংখ্যা ৬৯৭জন। তার মধ্যে সিলেটে ৩২৯ জন ও সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন পজেটিভ ধরা পড়ে।
এতে বিভাগজুড়ে মোট মৃতের সংখ্যা ১৩ জন। তার মধ্যে সিলেটে ১০জন, হবিগঞ্জ ১জন,মৌলভীবাজার ২জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮১জন। তার মধ্যে সিলেট ৩৩,সুনামগঞ্জ ৫৯জন, হবিগঞ্জ ৭৩জন,এবং মৌলভীবাজারে ১৫জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech