২৪ঘন্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৪১ ও মৃত্যু হয়েছে ২২ জন এবং নতুন সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ নিয়ে মোট দেশে করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন ও মারা গেছেন ৫৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৭হাজার ৯২৫জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সারাদেশে ২৪ ঘন্টায় ৮,০১৫ টি নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্ত হয় ১৫৪১ জন এনিয়ে মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জনে এবং মোট মারা গেছেন ৫৪৪ জন।
এদিকে সিলেটবিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৭১৪জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ১০৭ জন, হবিগঞ্জ জেলায় ১৬৪ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৯৭ জন। সুস্থ হয়েছেন ১৯১জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১৫ জন। এর মধ্যে সিলেটে ১১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৩ জন।