প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
সিলেট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে মোট সনাক্ত হয়েছেন ৪৩০ জন । এ নিয়ে বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮২৬জন।
বিষয়টি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর তথ্য অনুযায়ী আজ শুক্রবার সকাল পর্যন্ত এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। বাকি ১৩৩ জনের নেগেটিভ আসে।
তবে ২য় ধাপে অনেকের নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ আসে । এনিয়ে বিভাগজুড়ে ২৪ ঘন্টায় সিলেটে ৪৫,সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ৭জন ও মৌলভীবাজারে ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
এতে মোট আক্রান্তের সংখ্যা সিলেটে ৪৩০,সুনামগঞ্জে ১২৭, হবিগঞ্জে ১৭১জন ও মৌলভীবাজারে ৯৮ জন।
এতে বিভাগজুড়ে মোট মৃতের সংখ্যা ১৬ জন। তার মধ্যে সিলেটে ১২জন, হবিগঞ্জ ১জন,মৌলভীবাজার ৩ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০১ জন। তার মধ্যে সিলেট ৪৪,সুনামগঞ্জ ৫৯জন, হবিগঞ্জ ৮২ জন, এবং মৌলভীবাজারে ১৬জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech