সিলেটে আবারো চিকিৎসক,পুলিশ,সরকারী কর্মকর্তাসহ মোট আক্রান্ত ৪৯জন

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুন ১, ২০২০

সিলেটে আবারো  চিকিৎসক,পুলিশ,সরকারী কর্মকর্তাসহ মোট আক্রান্ত ৪৯জন

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে এবার ২৪ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ৪১জন পুরুষ এবং ৮জন মহিলা। আক্রান্ত সকলেই সিলেট জেলার। এদের মধ্যে চিকিৎসক,পুলিশ কর্মকর্তা,প্রশাসনিক বিভাগ কর্মকর্তা, ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষ আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার রাত পর্যন্ত করোনা পজেটিভ আক্রান্ত রোগীর সংখ্যার  বিষয়টি  সিলেট ওসমানী মেডিকেল কলেজ একজন চিকিৎসক নিশ্চিত করেছেন।

ওসমানী মেডিকেল কলেজ  ল্যাবে ১৬৮ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে। বাকি ১১৯ জনের নেগেটিভ আসে।

আক্রান্ত রোগীদের মধ্যে  হলেন সিলেট সদরের ৩৮ জন। বাকি ১১জন সদরের বাইরে তারা হলেন, কানাইঘাট ৪জন, ছাতক ১জন, গোয়াইনঘাট ৩জন, বালাগঞ্জ ৩জন।

এদিকে সিলেট সদরের মধ্যে চিকিৎসক ৪ জন,পুলিশ কর্মকর্তা ৯ জন, প্রশাসনিক বিভাগের ৪ কর্মকর্তা, রয়েছেন। দক্ষিণ সুরমায়, কদমতলী ও রাজারগাও ২জন, কাজীটুলা ও সাপ্লাইয়ে ২জন, মিরাবাজার ১জন, পীর মহল্লা ৩জন,বাগবাড়ি ২জন,নবাব রোড ১জন রয়েছেন।

এদিকে সিলেটে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে জানা যায়,  সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড গড়েছে।  বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যাও হাজারো ছাড়িয়েছেে । এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৪০জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯জন।

তবে আজ রাত সোমবার পর্যন্ত সিলেটে ৪৯জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৮৯জন

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ