প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্তের আরো ৪০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। তারা সকলেই সলেট জেলার।
আজ বুধলবার (১৭ইং জুন ২০২০ইং) রাত পর্যন্ত সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাবে ৪৮৪টি স্যাম্পুল রিসিভ করা হয়। এর মধ্যে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে ৪০ জনের পজেটিভ আসে বাকি ১৪৮ জনের আসে নেগেটিভ।
এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও মহিলা ৬ জন রয়েছেন। আক্রান্তের মধ্যে বিশেষ বাহিনীর সদস্য চিকিৎসক,পুলিশ সদস্য,ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
এর মধ্যে বিশেষ বাহিনী ও তাদের পরিবারের সদস্যসহ ৭জন, বটেশ্বর এলাকার ৭ জন, পুলিশ সদস্য ১জন, সিএমএম কোর্টে র ১জন, বাংক কর্মকর্তা ১জন, কাস্টমস কর্মকর্তা ১জন, দক্ষিণ সুরমা ১জন, সুবিদবাজার লন্ডনীরোডের ১জন, শিবগঞ্জ ১জন, মেজরটিলা ১জন, আম্বরখানা ১জন, জালালাবাদ এলাকায় ২জন,রায়নগর দর্জিপাড়ার ১জন, পীর মহল্লা ১জন, দাড়িয়াপাড়া ১জন, জাফলং ১জন, মিরবক্সটুলা ১জন, বাকিরা ওসমানী এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতলের ভর্তি রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো। ২হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৫৫ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech