ডায়ালসিলেট ডেস্ক::   বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনভাইরাসে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সর্বমোট ১ হাজার ৫৪৫ জন মারা গেলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৮০ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

 

আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে বলা হয়, এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনের।

 

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি নমুনা।

 

দেশে ৬৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 

অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে। বাসায় আক্রান্ত কেউ থাকলে বাকি সবাই মাস্ক পড়ুন।বয়স্কদের দিকে বেশি নজর রাখতে হবে। ভাইরাস প্রতিরোধে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *