নিজস্ব প্রতিবেদক :: সিলেটের  দুটি ল্যাবে আবারো করোনায় ১৪৪জনের পজেটিভ সনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সর্ব্বোচ্চ ১২২ জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২জন।

শুক্রবার (২৬শে জুন ২০২০ইং) রাত পর্যন্ত দুটি ল্যাবে ৩৭৭ টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ৬৫৮জনের নমুনা পরীক্ষা করা হলে ১৪৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪হাজার ০৫৪জন দাড়ালো এবং মৃত্যুবরন করেছেন ৬৩জন।

তবে সিলেট ওসমানি ল্যাব থেকে আসা ১২২জনের মধ্যে সুনামগঞ্জ ২জন ও হবিগঞ্জ ১জন আর এর মধ্যে বাকি ১১৯জনের সকলেই সিলেট জেলার। নিম্নেরূপ : গোয়াইনঘাটে ৪জন, বালাগঞ্জে ৪, বিশ্বনাথ ১জন, ফেঞ্চুগঞ্জ ৮জন, কানাইঘাট ৪জন, জকিগঞ্জ ৩জন, বাকি ৯৫জনই সিলেট সদরের।  আক্রান্তের মধ্যে রয়েছেন চিকিৎসক ৪জন, বিশেষ বাহিনীর কর্মকর্তা ১৪জন, পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ ১৫জন, বাকিরা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ হাজার ০৫৪ জন এবং মারা গেছেন  ৬৩ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *