Human coronavirus. Computer artwork of a Human coronavirus particle. Coronaviruses primarily infect the upper respiratory and gastrointestinal tract and can cause the common cold, gastrointestinal infections and SARS (severe acute respiratory syndrome

ডায়ালসিলেট ডেস্ক::  বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনভাইরাসে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সর্বমোট ১ হাজার ৬৯৫ জন মারা গেলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।

 

আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে বলা হয়, সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনের।

 

দেশে ৬৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 

অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শুধু কথা বলার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তি ভাইরাস ছড়াতে পারেন। তাই মাস্ক পরা বাধ্যতামূলক। ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরলেই হবে। বাসায় আক্রান্ত কেউ থাকলে বাকি সবাই মাস্ক পড়ুন। বয়স্কদের দিকে বেশি নজর রাখতে হবে। ভাইরাস প্রতিরোধে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোভিড হাসপাতালে শয্যা খালি আছে, চাইলে রোগী ভর্তি হতে পারবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *