ডায়ালসিলেট ডেস্ক::   ওল্ড ট্রাফোর্ডে টসে জিতেও ব্যাটিং নেননি ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। শুরুতে সাফল্য পাওয়ায় এমন সিদ্ধান্তে কোনো সমালোচনায় পড়েননি। তবে সিবলি-স্টোকসের ২৬০ রানের জুটি পুরো চিত্রই পাল্টে দিল।

সবশেষ রিপোর্ট, ওয়েস্ট ইন্ডিজকে ৪৬৯ রান টপকে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিল জো রুটের দল।

এমন পরিস্থিতিতে টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়ে হেরে যাওয়ার রেকর্ডটি সামনে এসেছে। যেখানে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

২০১৫ সালের অক্টোবর থেকে টেস্টে তিন বার টস জিতে ফিল্ডিং নিয়ে তিনবারই হেরেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা সফরে ২০১৭ সালে তিন ম্যাচের দুটি হয়েছিল। ওই সিরিজে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংস্টনেও টস জিতে ফিল্ডিং নিয়েছিল টাইগাররা। ওই ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। আর ওই তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

এবার আসি ওয়েস্ট ইন্ডিজের বেলায়। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হয়েছেন হোল্ডার। সেই সময় থেকে শুরু করে গত পাঁচ বছরে চলমান টেস্টের আগে ১০ বার টস জিতে ফিল্ডিং নিয়েছেন হোল্ডার। ওই ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই সময়সীমায় টস জিতে ১৪ আর ফিল্ডিং নিয়েছে শনিউজিল্যান্ড। এর ১০টিতেই জিতেছে তারা। একই সময়সীমায় টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কম হেরেছে অন্য সব দল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *