সিলেটে করোনা পজেটিভ বেড়ে ১৪৯জন

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

সিলেটে করোনা পজেটিভ বেড়ে ১৪৯জন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আক্রান্তে পজেটিভ সনাক্ত  হয়েছেন ১৪৯জন। শনিবার রাত পর্যন্ত দুটি ল্যাব  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৮৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ৬০জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা  দাড়ালো ৬ হাজার ৭৫১ জন।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯২  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৯৩ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ২৩ জন ও পুরুষ ৬৬ জন, ।  এদের মধ্যে সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জ জেলা ২ হবিগঞ্জ জেলায় ৯ জন, মৌলভীবাজার জেলায় ২৭জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাবে ১৮৮  টি স্যাম্পুল রিসিব করা হয়। এর মধ্যে ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হলে ৬০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১২৮ জনের আসে নেগেটিভ।  এদের মধ্যে সিলেট জেলায় ২০জন এবং সুনামগঞ্জ জেলায় ৪০জন আক্রান্ত হয়েছেন।

সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৭১জন, সুনামগঞ্জ ৪২জন, হবিগঞ্জ ৯জন এবং মৌলভীবাজারে ২৭ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৯ জন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ