প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১০৩ জন এবং মারা গেছেন ৪ জন।
আজ শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ১২ জন ও হবিগঞ্জ জেলায় ২ জন সনাক্ত। মারা যাওয়া ৪ জনের ৩ জন সিলেট জেলার এবং ১ জন সুনামগঞ্জ জেলার।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২০৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন, সুনামগঞ্জ জেলায় ৪৭ জন, হবিগঞ্জ জেলায় ৫৬ জন, মৌলভীবাজার জেলায় ২৯ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ২৪৪ জন ও মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২০ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৯৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৪৩ জন, হবিগঞ্জ জেলায় ৫৪০ জন, মৌলভীবাজার জেলায় ৪৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৭৭ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৮৯৮ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech