প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট নগরীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাকের আহমদ (২৪)। তিনি নগরীর উপশহরের ডি-ব্লকের ২৬ নং রোডের ৩নং বাসার বাসিন্দা আবুল কালাম আজাদের পুত্র।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকার সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৩ জন মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর দুজনের মধ্যে একজনের নাম শান্তনু (২৪) ও অপরজনের নাম তাওহীদ (২৪) বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার জানিয়েছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech