ডায়ালসিলেট ডেস্ক :: ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হলো পবিত্র ঈদুল আযহা। এবারে মসজিদেই একবার করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবহাওয়া বার্তায় ঈদের দিন বৃষ্টির ইঙ্গিত থাকলেও এদিন সকাল থেকেই আকাশে ছিল রোদের ঝিলিক।
শনিবার (০১আগষ্ট ২০২০ইং) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সিলেট নগরীরসহ বিভাগের চার জেলার মসজিদে মসজিদে মুসল্লিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
ঈদের নামাজ আদায় শেষে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করা হয়। পরে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।