ডায়ালসিলেট ডেস্ক :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের সর্বস্তরের জনগনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট মহাগর আওয়ামীলীগ নেতা আবুল বশর হোসেইন ।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল আযহা সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। করোনা মহামারী থেকে পরিত্রান পেতে সরকার বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলুন।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না। প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।।