প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিভাগে করোনা আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ৮৫ জন। বুধবার রাত পর্যন্ত দুটি ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৪৬ জন পজেটিভ ধরা পড়েছে। এনিয়ে বিভাগজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ হাজার ২৭৬ জন।
সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০৯টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৩ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৮ জন ও পুরুষ ৩১ জন, । এদের মধ্যে সিলেট জেলায় ২৬জন, সুনামগঞ্জ ৪ জন, মৌলভীবাজার জেলায় ৯ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ২০৫টি স্যাম্পুল রিসিব করা হয়েছে এ মধ্যে ১৮৮জনের পরীক্ষা করা হলে ৪৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৩৪ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ১৭জন ও সুনামগঞ্জ জেলার ১৭জন, হবিগঞ্জ ১২জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেটবিভাগের মধ্যে সিলেটে ৪৩ জন, সুনামগঞ্জ ২১ হবিগঞ্জ ১২ জন, মৌলভীবাজারে ৯ জনসহ ১দিনে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৫ জন ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech