প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০
বিনোদন ডেস্ক:নতুন উদ্যমে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনার সংক্রমণের কারণে সাধারণ ছুটির আগে সৈকত নাসিরের ‘আকবর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু ঘরবন্দি হওয়ায় কাজটি আর এগোয়নি। এরমধ্যে আবার ববিও করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়টা তার জন্য বেশ কষ্টের মন্তব্য করেন। শুটিংয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, করোনামুক্ত হলেও শরীর এখনো বেশ দুর্বল। তবে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিচালক সৈকত নাসির তার ‘আকবর’ সিনেমাটি দিয়ে শুটিংয়ে ফিরতে বলছেন।
দেখা যাক কী হয়। এই সিনেমা দিয়েও ফিরতে পারি, আবার নতুন কোনো সিনেমার মধ্য দিয়েও ক্যামেরার সামনে দাঁড়াতে পারি। গেল মঙ্গলবার ছিল ববির জন্মদিন। এই দিনে ঘোষণা আসে তার নতুন একটি ছবির। ‘গুলশানের চামেলী’ নামে নতুন ছবিটি নির্মাণ করবেন নির্মাতা সৈকত নাসির। ববির জন্মদিনে ছবিটির নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করলেন প্রযোজক ইকবাল। এ ছাড়া এই গ্ল্যামারকন্যার ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এতে তিনি জুটি বেঁধেছেন সংগীতশিল্পী ও নায়ক এসডি রুবেলের সঙ্গে। ববি বলেন, মৌলিক গল্পের ছবি এটি। করোনার কারণে এটি মুক্তি পাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এটি মুক্তির নতুন তারিখ আসবে। এদিকে ক্যারিয়ারে প্রথমবার অভিনয়ের জন্য আন্তর্জাতিক সম্মাননা পেলেন এই নায়িকা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech