বিনোদন ডেস্ক::এই প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। হয়েছে থানা-পুলিশও। তবু শেষ রক্ষা হলো না। ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-১০ তারকা রেনু নাগারের প্রেমিক রবির আত্মহত্যার খবরের পর অসুস্থ হয়ে পড়েন এ সংগীতশিল্পী। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি। গেল ২৬ আগস্ট বিষপানে আত্মহত্যা করেন রেনু নাগারের প্রেমিক রবি। এমন খবরে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। রেনু থাকেন রাজস্থানের আলওয়ারে। বুধবার রেনুর প্রেমিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি। কিন্তু কেন রবি বিষপান করলেন, তার কোনো তথ্য পাওয়া যায়নি। এখন রেনুর অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, রবি নাটের বাড়ি ভরতপুর জেলায়। আলওয়ারে তিনি ভাড়া বাসায় থাকতেন। দুই সন্তানের জনক রবি রেনু নাগারের বাড়িতে তবলা শিখতে যেতেন। সেখান থেকেই দুজনের প্রেমের সম্পর্কের শুরু। গেল জুনে তারা ঘর ছাড়েন। তখন রেনু নাগারের বাবা প্রেমিক রবির বিরুদ্ধে মামলা করেন। তবে পাঁচ দিন পর তারা বাড়ি ফিরলে সেই সমস্যার সমাধান হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *