নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ঘন্টায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৮৯ জন এবং মারা গেছেন ১জন। শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৬২জন , সুনামগঞ্জ জেলার ১৫, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারে ১১ জন এবং মারা যাওয়া অপর একজন সিলেট জেলার।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১২৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯৭১ জন, সুনামগঞ্জে ২ হাজার ১২২, হবিগঞ্জে ১ হাজার ৬০০ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৫৫১ জন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ১৩২ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ১৫ জন।
এপর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮হাজার ২৫৯জন। এর মধ্যে সিলেটে ৪ হাজার ২৬৬, সুনামগঞ্জ ১হাজার ৭৭১জন, হবিগঞ্জ ১হাজার ৪৯জন এবং মৌলভীবাজারে ১হাজার ১৭৩জন।
সিলেটবিভাগজুড়ে মারা গেছেন ১৯২জন। তার মধ্যে সিলেটে ১৪০জন, সুনামগঞ্জ ২০জন, হবিগঞ্জে ১২জন, মৌলভীবাজার ২০জন।