নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শেষে নতুন করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে ।
মঙ্গলবার রাত পর্যন্ত (৮ই সেপ্টেম্বর২০২০ইং) নমুনা পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৯২টি স্যাম্পুল রিসিভ করা হয়েছে।এর মধ্যে ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ৩৩ জনের করোনা রোগী ধরা পড়ে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জ জেলার ৬জন, ও মৌলভীবাজার জেলার ৮ জন রয়েছেন।