হবিগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

হবিগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের বাহুবল উপজেলায় সংঘর্ষে আহত এক ব্যক্তির ‍মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রোববার উপজেলার কালাখারৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুস ছাত্তার (৫৫)। তিনি বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাখারৈল গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুস ছাত্তার ও তার ভাই ফুল মিয়ার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে গত রোববার সকালে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আবদুস ছাত্তার গুরুতর আহত হলে তাকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে সিলেট থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় মাধবপুর পৌঁছার পর তার মৃত্যু হয়। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0Shares