প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::
পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হয় আমদানি কার্যক্রম।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অপর এক চিঠিতে শর্ত সাপেক্ষে শনিবার থেকে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় সিঅ্যান্ডএফ সূত্রে জানানো হয়।
এদিকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকে থাকা ২৫৫ ট্রাকের মধ্যে কাগজপত্র প্রস্তুত রয়েছে এমন ভারতীয় পেঁয়াজবাহী মোট ৩২টি ট্রাক শনিবার ভোমরা বন্দরে প্রবেশ করবে বলে জানিয়েছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক আমির হামজা।
ভোমরা সিঅ্যান্ডএফ’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, আগের এলসি (আমদানির ঋণপত্র) করা ২৫৫টি পেয়াজ ভর্তি ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকে রয়েছে। এর মধ্যে শনিবার কাগজপত্র প্রস্তুত রয়েছে এমন মোট ৩২টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করবে। প্রতি ট্রাকে ২২ থেকে ২৫ টন পেঁয়াজ আমদানি করা হবে। বাকিগুলো পর্যাক্রমে প্রবেশ করবে।
তবে, ভোমরা ও হিলিসহ তিনটি বন্দর দিয়ে মোট ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির ঘোষণা দিয়েছে ভারত। সেই হিসেবে ৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে আসার কথা রয়েছে। এই ঘোষণার পর শনিবার দুপুর ১টা থেকে পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, শনিবার দুপুর থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। তবে কি পরিমাণ পেঁয়াজ আসবে তা ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech