ডায়ালসিলেট::সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় জালালাবাদ থানাধীন গালমশাহ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট সদর উপজেলার গালমশাহ গ্রামের মৃত তখন মিয়ার ছেলে আব্দুল হক ওরফে আব্দুল আহাদ (৩১) ও একই গ্রামের মবশর আলীর ছেলে লাল মিয়া (৩১)।
গ্রেপ্তারকৃতরা চলতিবছরের ১২ ফেব্রুয়ারি জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজহার নামীয় পলাতক (মামলা নম্বর ১৩) আসামি। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ